চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে হাটহাজারী উপজেলায় অনূর্ধ্ব-১৬ বছরের বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন।
মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, শাহেদুল আলম শাহীন, তোফাজ্জ্বল হোসেন ফোরকান, বিজয় দে, সিরাজদ্দৌলা মেহেদী, সেলিম চৌধুরী মানিক, মো. রফিকুল আলম, এম এ সালাম, মো. হোসেন মেহেদী, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আলী, মঞ্জু, সাহেদ, আবদুর রহিম, মুন্না সহ প্রমুখ। প্রশিক্ষণার্থী সকল খেলোয়াড়দেরকে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে খেলার জার্সি ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।