হাটহাজারীতে মায়ের সাথে অভিমান করে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে হাটহাজারী পৌরসভার ১নং ওয়াডস্থ পশ্চিম দেওয়ান নগর এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহননকারী যুবক ওই এলাকার নুর আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালের দিকে সাজ্জাদকে তার মা বকাঝকা করলে সে অভিমান করে শুক্রবার জুমার নামাজের সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে আশপাশের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ভিকটিমকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুন নুর জ্যোতি জানান, আত্মহত্যার চেস্টা করা এক যুবককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক জানান, উল্লেখিত এক যুবক আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।