হাটহাজারীতে মাদ্রাসা মাঠ থেকে ধারালো অস্ত্রসহ আটক ২

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ১০:২৪ অপরাহ্ণ

হাটহাজারীর এক মাদ্রাসা মাঠ থেকে মো. সালাম (১৭) ও মো. রাতুল ইসলাম (১৬) নামের দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র দা উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) বিকালের দিকে পৌরসভার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম প্রকাশ হাটহাজারী বড় মাদ্রাসা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন বিকালের দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের আলিপুরস্থ মুন্সিপাড়ার চৌধুরী বাড়ির মৃত-আ. কাশেমের পুত্র মো. সালাম এবং পৌরসভার ২নং ওয়াডের রঙ্গিপাড়াস্থ শাহেদুল হক সওদাগর বাড়ীর রফিক মিয়ার পুত্র মো. রাতুল ইসলাম হাতে ধারালো অস্ত্র (দা) নিয়ে মাদ্রাসা মাঠে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া সোমবার রাত আটটার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করা যুবলীগের দুই নেতা আটক