হাটহাজারীতে মাদক ও সিএনজিসহ ১১ জন গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৮:৪০ অপরাহ্ণ

হাটহাজারী মডেল থানা পুলিশের আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত চব্বিশ ঘণ্টায় মোট ১১ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এসময় অপরাধমূলক কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা ও মাদক (গাঁজা) উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া রবিবার রাতে গ্রেফতারের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ছিপাতলী ইউনিয়নের গুরা হাজি বাড়ী সংলগ্ন নূর মোহাম্মদ সড়কের পাশে রাস্তার উপর থেকে যাত্রী সেজে সিএনজি ছিনতাই করার সময় হাতেনাতে ০৩ ছিনতাই কারীকে গ্রেফতার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

এছাড়া প্রিভেন্টিভ ঘটনায় ০২ জন, নিয়মিত মামলায় ০১ জন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৩ জন, ০৩ পুড়িয়া গাঁজা (মাদক) সহ ০১ জনকে আটক ও মোবাইল কোর্টের মাধ্যমে ০২ মাসের সাজা প্রদানসহ সর্বমোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জানতে চাইলে ওসি মনজুর কাদের ভুঁইয়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃতদের আজ রবিবার সকালের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ চক্রের চার সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বিচারকের মোবাইল ও মানিব্যাগ চুরি