হাটহাজারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২২ জুন, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে এক কর্মশালা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সমবায় অফিসার বিজয় কৃষ্ণ দেব নাথের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলম, আমির হোসেন। কর্মশালায় মাদক নিয়ে বিভিন্ন প্রস্তাবনা,উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, জায়নুল আবেদীন, মুজিবুর রহমান, সালাউদ্দীন চৌধুরী, আকতার হোসেন খাঁন সুমন, শিক্ষক মো. চাঁন মিয়া, আবু তালেব, আজিজুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. বোরহান উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ধসে নিহতের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান
পরবর্তী নিবন্ধদরবারে আজিজিয়া কমিটি বাংলাদেশের কাউন্সিল