হাটহাজারী পৌরসভার একটি মাছের প্রজেক্টের পাড় থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশে একটি মাছের প্রজেক্টের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় অপরিচিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক সালাউদ্দীন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দীন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।






