হাটহাজারীতে মাছের জালে অজগর

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৫:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর মেখল ইউনিয়নে ৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে পাহাড়ে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার ইউনিয়নের শায়েস্তা খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমি থেকে সাপটি উদ্ধার করেন স্থানীয় যুবক মো. রুবেল। তিনি জানান, পশ্চিমের পাহাড়ি এলাকা থেকে খাদ্যের খোঁজে লোকালয়ে নেমে আসে সাপটি। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে বিদ্যালয় সংলগ্ন জমিতে পানি জমে ছিল। সেখানে মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে। পরে ইউএনও রুহুল আমিনের কাছে নিয়ে গেলে তিনি উদ্ধারকৃত সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করেন। বনবিভাগের কর্মকর্তারা সাপটি পাহাড়ে ছেড়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধ১১ বছর পর আসামির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধস্বামীকে না জানিয়ে নিজের বোনকে ছেলে দান