হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় তরুণ নিহত

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় আবু নাঈম (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে একটি কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছার দোকান এলাকার মিলিটারি মনিরের ছেলে।

নিহতের চাচাতো ভাই আরমান সিদ্দীকি জানান, নাঈম সরকারহাট বাজারের ‘তারা মামার’ দোকানে চাকরি করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ফটিকছড়িগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ’তে শয্যা খালি না থাকায় পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে নিহত মীরসরাইয়ের টিপু
পরবর্তী নিবন্ধআত্মগোপনে থাকা স্ত্রী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন