হাটহাজারীতে নামজ পড়তে মসজিদে গমনের সময় সড়ক দুর্ঘটনায় অলি আহমেদ (৭৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে হাটহাজারী পৌরসভারস্থ ইমাম শেরে বাংলা (রঃ) মাজার গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলি আহমেদ পৌরসভার আজিম পাড়া এলাকার রাজা মিয়া কোম্পানি বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি উল্লেখিত এলাকার ইমাম শেরে বাংলা (রঃ) মাজারের পাশের জামে মসজিদে এশার নামাজ পড়তে সড়ক পাড় হওয়ার সময় বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী মিজানুর রহমান মুন্না দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিম্চিত করে জানান, তিনি দুই পুত্র ও চার কন্যা সন্তানের পিতা ছিলেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে রাত একটার দিকে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।