হাটহাজারীতে মন্দির পাহারায় মাদ্রাসা শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীরা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মন্দির নিরাপদ রাখতে বড় মাদ্রাসা সংলগ্ন হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী সীতাকালী মায়ের মন্দিরের সামনে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন কওমী মাদ্রাসা ছাত্র ও বিএনপির নেতাকর্মীরা। গত কয়েকদিন রাতে সরেজমিন গিয়ে হাটহাজারী পৌর এলাকা ও নন্দিরহাটের বিভিন্ন মন্দিরের সামনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। জানা যায়, কওমী মাদরাসার ছাত্ররা এ মন্দির ছাড়াও হাটহাজারী মডেল থানাসহ বাজারের গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারায় নিয়োজিত রয়েছেন। এছাড়াও উত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র এই হাটহাজারী বাজারে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও সজাগ দৃষ্টি রেখেছেন তারা। অন্যদিকে বিএনপি নেতা মীর হেলালের নির্দেশে দলীয় নেতাকর্মীরা রাত জেগে নন্দীরহাট এলাকায় মন্দির পাহারায় নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।

মন্দির পাহারারত মাদ্রাসা শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের হাটহাজারী শাখার কয়েকজন সদস্যদের সঙ্গে কথা বললে তারা জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি থানায় মন্দির রক্ষায় টিম গঠন করা হয়েছে। এছাড়া আমাদের কোনো হিন্দু ভাই ডাকলে তাদের পাশে আমাদের কর্মীরা থাকবে। আমরা চাই আমাদের এ দেশের সম্প্রীতির বন্ধন অটুট থাকুক। চলমান পরিস্থিতিতে কোনো দুর্বৃত্ত যাতে তাদের উপাসনালয়ে কোনো আঘাত বা হামলা করতে না পারে সেজন্য আমরা রাত জেগে পাহারা দিয়ে যাচ্ছি।

বাজারের এম আলী মার্কেটের ব্যবসায়ী কুতুবউদ্দিন নওশাদ জানান, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এ বাজারে রাত জেগে পাহারা দেয়াতে আমরা ব্যবসায়ীরা বাসায় গিয়ে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারছি। মন্দিরের নিয়মিত পূজারি বাজারের আরেক ব্যবসায়ী চন্দন নাথ বলেন, কওমী মাদ্রাসার ছাত্ররা সারারাত আমাদের মন্দির পাহারা দিচ্ছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ রাখছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা সবাই এখানে মিলেমিশে থাকতে চাই। কোনো সংঘাত চাই না। মাদ্রাসার পাশেই আমাদের মন্দির। এখানে অন্যরকম একটা সম্প্রীতির বন্ধন। আমরা মুসলিম ভাইদের ঈদের দাওয়াতে যাই। তারাও আমাদের বিভিন্ন উৎসবে আসেন। বর্তমানে তাদের এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। আমরা একসঙ্গে সবসময় এভাবেই থাকতে চাই।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারীর পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান