হাটহাজারীর মন্দাকিনী মেলা উপলক্ষে গতকাল শনিবার এক ধর্ম সভা পরিচালনা কমিটির সভাপতি ডা. গোবিন্দ প্রসাদ মহাজনের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। মেলা চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মেলা কমিটির সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীলের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, ইউনুস গনি চৌধুরী, ওসি রুহুল আমীন সবুজ। উপস্থিত ছিলেন ছোটন দাশ, জয়টু শীল প্রমুখ।