হাটহাজারীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনের নির্বাচনী প্রচারণার কাজে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার ও নির্ধারিত সময়ের বাইরে প্রচারণা চালানোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান চৌধুরীর (কেটলি প্রতীক) পোস্টার জব্দ করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, হাটহাজারী-৫ আসনের ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান চৌধুরীর কেটলি প্রতীকের পোস্টার লাগানো ও প্রচারকাজে ইউনিয়ন পরিষদ কার্যালয় ব্যবহার এবং নির্ধারিত সময়ের বাইরে প্রচারণা চালানোয় স্থানীয় জনতা প্রচার কাজে ব্যবহৃত একটি গাড়ী আটক করে রাখে।
পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান ঘটনাস্থলে গিয়ে উক্ত গাড়ি থেকে ২৫০ টি পোস্টার জব্দ করে বিশেষ বিবেচনায় আটক প্রচার গাড়িটি ছেড়ে দেন। অভিযান পরিচালনার সময় নাঃ সুবেঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্য সাথে ছিলেন।
জানতে চাইলে সহকারী রিটার্নি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান রাত ১২ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আজাদীকে বলেন, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। তিনি ফিরে আসলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।