হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে সাতটি মামলায় মোট সাত জনকে সাজা দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট বাজার ও চবি ২ নং গেইট এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
অভিযান সূত্রে জানা যায়, মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আনন্দ মনি ঋষি (২৯), আবু বক্কর সিদ্দিক নয়ন (২৩) ও মো. দিদারুল আলম (৪৫) নামে তিনজনকে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুদ/বিক্রয়ের অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ফতেপুর ইউনিয়নের মদনহাট বাজারের মেসার্স লাভলী ফার্মেসিকে পাঁচ হাজার, মেসার্স খাজা ফার্মেসিকে দশ হাজার ও মেসার্স জনতা ফার্মেসিকে পনের হাজার এবং ধার্য মূল্যের অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার ২নং গেইটস্থ মেসার্স সানজিদা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের মাধ্যমে (ডিসিআর) আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান জানান, হাটহাজারীর সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












