হাটহাজারী উপজেলা প্রশাসন গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযানে চার মামলায় চার জনকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নং গেইট ও বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ নং গেইট এলাকায় সাইমা স্টোর নামে মুদি দোকানকে ক্রয় রশিদ, মূল্য তালিকা সংরক্ষণ না করায় এবং ভেজাল সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভেজাল সয়াবিন জব্দ করা হয়। বিসমিল্লাহ স্টোর নামে মুদি দোকানকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসস্ট্যান্ড মোড়ে নির্ধারিত স্থান ছাড়া বাস পার্কিং ও যাত্রী নামানোর অপরাধে এক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে একজন ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান।












