হাটজাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার(২৮ ফেব্রুয়ারি) পৌরসদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু রায়হান জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীণ পণ্য রাখার দায়ে হোটেল আল জামানকে ৫ হাজার টাকা, ফুলকলিকে ৫ হাজার টাকা ও সিজলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানের সময় উপজেলা স্যানিটারি কর্মকর্তা মো. জাহেরুল হক ও থানা পুলিশ উপস্থিত ছিল।