হাটহাজারীতে ভোট বানচালের উদ্দেশ্যে একটি ভোট কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষে তালা লাগিয়ে দিয়েছে দৃর্বত্তরা। গতকাল শনিবার হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ মিরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে একটি নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে, গতকাল বিকালে কিছু দুর্বৃত্ত মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তালা লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সাথে নিয়ে ওই ভোট কেন্দ্রে লাগিয়ে দেওয়া তালাগুলো ভেঙে ফেলেন। প্রশাসনের পক্ষ থেকে তালা ভাঙার পর সাড়ে ৬টার দিকে ভোট কেন্দ্রের পাশে ৭–৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান মীরেরখীল সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে তালা লাগানোর কথা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে উপস্থিত হয়ে তালা ভেঙে নিরাপদ ভোট করার ব্যবস্থা করে দেন। বর্তমানে কেন্দ্রে কোনো সমস্যা নেই। এই ঘটনায় ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।