হাটহাজারীতে ভোট কেন্দ্রে প্রথমে তালা, পরে ককটেল বিস্ফোরণ

মো. আলাউদ্দীন, হাটহাজারী | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৭:৪৪ অপরাহ্ণ

হাটহাজারীতে নাশকতাকারীরা সকালে একটি ভোট কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষে তালা লাগিয়ে দিয়েছে। পরে তালা ভাঙার পর সাড়ে ৬টার দিকে উক্ত ভোট কেন্দ্রের পাশে ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (৬ জানুয়ারি) পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ মিরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সাথে নিয়ে ওই ভোট কেন্দ্রে দেয়া তালাগুলো ভেঙে ফেলেন।

প্রশাসনের পক্ষ থেকে তালা ভাঙার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উক্ত ভোট কেন্দ্রের পাশে ৭-৮ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলেও জানা যায়।

এ ব্যাপারে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান এবং উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এবিএম মশিউজ্জামানে সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এবিএম মশিউজ্জামান দৈনিক আজাদীকে রাত ৮ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তালা খুলে দিয়ে আসার পর ককটেল বিস্ফোরণ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেমন কিছু পায়নি। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ওটি বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলালের অধ্যুষিত এলাকা। তাই ভোটারদের মাঝে আতংক ছড়ানোর জন্যই ফটকাবাজি করেছে তারা। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে কোন কিছু পায়নি। এরপরও ওখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপিতার মাজার জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বিএনপির গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ, গুলিবিদ্ধ ৬