হাটহাজারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে আলোচনা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান।

আলোচনায় অংশ নেন নুরুল আলম, কেশব কুমার বড়ুয়া, আজিজুল ইসলাম, শ্যামল নাথ, বোরহান উদ্দিন, ইউ পি চেয়ারম্যান জয়নুল আবেদিন, মোহাম্মদ রফিক প্রমুখ। সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরান্টু চাকমা, প্রকৌশলী জয়শ্রী মাইনুদ্দিন মজুমদার প্রমুখ। বক্তারা বলেন,ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএনপি-জামাতের ২৩ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে কুকুরের কামড়ে আহত ১৪