হাটহাজারীতে ভুয়া র‌্যাব সদস্য আটক

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৮:৫৮ অপরাহ্ণ

হাটহাজারীতে ইফতেখার আলম জীবন(৩৬) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের (সিপিসি) সদস্যরা।
গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার দক্ষিণ মাদার্শা সমিতির হাট নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জীবন ঐ এলাকার মো. ফরিদুল আলমের পুত্র।
র‌্যাব সূত্রে জানা গেছে, আটককৃতের বিরুদ্ধে হাটহাজারী পৌর এলাকার ফটিকা গ্রামের মৃত হাছি মিয়ার পুত্র মোহাম্মদ ওসমানের পক্ষে একই গ্রামের ঝন্টু দে’র পুত্র অভি দে প্রকাশ রুবেলের কাছে পাওনা টাকা আদায় ও আসামি ধরার নামে বিভিন্ন সময় গাড়ির তেল খরচসহ বিভিন্ন খরচের কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে। অভিযোগকারী ওসমানের কাছে জীবন নিজেকে র‌্যাবের অফিসার পরিচয় দেয়ায় ওসমান বিশ্বাস করে কথামত টাকাগুলো দেয়।
পরে ফোন দিলে অপারেশনে বাহিরে আছে, কখনও বা জানায় করোনার কারণে বের হওয়া নিষেধ এভাবে তালবাহানা করতে থাকে।
একসময় বাদি জানতে পারেন জীবন একজন প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা র‌্যাব বাহিনীর অফিসার হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করে দেওয়ার নামে টাকা-পয়সা হাতিয়ে নেয়।
সে জনৈক সুজন বড়ুয়া হতে তার কাজ করে দেবে বলে ২৫ হাজার টাকাও আত্মসাৎ করেছে।
অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক রহমান অভিযান চালিয়ে তাকে আটক করে। সত্যতা নিশ্চিত করে মেজর মুশফিক তাকে হাটহাজারী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবোধনের বিজয় মুহূর্ত উদযাপন