হাটহাজারীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ ও পরিকল্পনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সভার আয়োজন করেন। স্বাস্থ্য কমপ্লেঙ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। এতে অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলী। কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. আরিফুর রশিদ।
সভায় তথ্য প্রকাশ হয়, আগামী ১ জুন উপজেলার ১৪ টি ও ১ টি পৌরসভায় একটি স্থায়ী ও ৩শ ৬১ টি টিকা দান কেন্দ্রে ছয় থেকে এগারো মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রং এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রং এর ক্যাপসূল খাওয়ানো হবে। কোন শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না যায় স্বাস্থ্য কর্মীরা সে বিষয়ে লক্ষ্য রাখবে।