হাটহাজারীতে ভাড়া বাসায় মিলল যুবকের ঝুলন্ত লাশ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ হোসেন (৩০) নামে এক প্রবাসফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার মাওলানা আমিনের বাড়ির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হোসেন মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজি আজিজুল হকের বাড়ির আবদুল খালেকের পুত্র। তিনি গত ৩ মাস ধরে স্ত্রীসহ আজিমপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাসার মালিক হোসেনকে ভাড়া দিতে ডাকতে যান। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে রুমের সিলিং ফ্যানের সাথে হোসেনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯এ কল করলে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধ৫ শিক্ষাবিদের সঙ্গে চবি উপাচার্যের ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন
পরবর্তী নিবন্ধডিসি হিলে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক বহিরাঙ্গন অনুষ্ঠান