হাটহাজারী পৌরসভা এলাকা থেকে মো. আলী আকবর (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ফটিকা এলাকার ৫ নং ওয়ার্ড কামাল পাড়ার একটি ভাড়া বাসার ছাদের এঙ্গেলে ঝুলন্ত অবস্থায় আলী আকবরকে উদ্ধার করা হয়। গতকাল শনিবার মরদেহ উদ্ধারের বিষয়টির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানা পুলিশ। নিহত আলী আকবর রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ ঘাগড়া এলাকার বসিন্দা ছিদ্দিক আহমদের পুত্র।
সূত্রে জানা যায়, আলী আকবর পরিবারের অমতে স্বামী পরিত্যক্তা দুই সন্তানের এক জননীকে বিয়ে করে এবং ওই এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। নিজের ইচ্ছায় বিয়ে করায় পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। চার মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরে আসেন। কয়েকদিন আগে নিজ এলাকার রাঙ্গুনিয়ায় গিয়েছিলেন। রাঙ্গুনিয়া থেকে হাটহাজারীর ভাড়া বাসায় ফিরে আসার পর মানসিকভাবে ভেঙে পড়েন আলী আকবর। ঘটনার দিন সন্ধ্যায় তিনি বাসায় চা খেয়ে রুমে প্রবেশ করেন। রাতের খাবারের সময় পরিবারের সদস্যরা তাকে ডাকলেও রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখা যায়। পরে দরজা ভেঙে দেখা যায়, আলী আকবর ঘরের তীরের এঙ্গেলের সঙ্গে ঝুলে আছে।
জরুরি পরিষেবা ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ–পরিদর্শক আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
থানার উপপরিদর্শক আনিস বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে নিশ্চিত হওয়া যাবে। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।












