হাটহাজারীতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৭ জুন, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণের প্রকল্পের আওতায় ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণ গতকাল রোববার প্রানীসম্পদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. নাবিল ফারাবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা।

বিশেষ অতিথি ছিলেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার স্বাগত বক্তব্য রাখেন ভেটেনারী সার্জেন্ট ডা. আব্দুল্লাহ আল মাসুদ। সভায় খামারীদের পক্ষে বক্তব্য রাখেন ছোটন দাশ। শেষে এগারটি স্টলে প্রদর্শিত ছাগল খামারিদের প্রদর্শনী শেষে দুজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়ক-মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না : স্থানীয় সরকার মন্ত্রী
পরবর্তী নিবন্ধশাটলের ছাদ থেকে পড়ে দুই পা হারাল তরুণ