হাটহাজারীতে ব্যারিস্টার আনিসের প্রস্তাবক আটক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৫ হাটহাজারী আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই করে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এসময় আনিসুল ইসলাম মাহমুদের প্রস্তাবক মো. সালাউদ্দিনকে আটক করে পুলিশ।

জানা যায়, গতকাল শনিবার দুপুরের দিকে চট্টগ্রাম৫ আসনের শুনানি ঘিরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছিল। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করে ‘আনিসুলের মনোনয়নপত্র বাতিল করো, করতে হবে’, ‘স্বৈরাচারের দোসর আনিসুল, বাতিল চাই’ এমন নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা আনিসুল ইসলাম মাহমুদের প্রস্তাবক মো. সালাউদ্দিনকে ধাওয়া দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সালাউদ্দিনকে আটক করে বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে সরিয়ে নেয়। পরে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে যায়।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি অভিযোগ করে বলেন, বিগত সময়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত রাতের ভোট ও ডামি নির্বাচনগুলোতে আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হয়েছেন। নামে জাতীয় পার্টির নেতা হলেও তিনি মূলত আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। তার নেতৃত্বে হাটহাজারীতে বিরোধীমতের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদসহ তার প্রস্তাবক ও সমর্থকদের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও দাবি করেন ছাত্রদলের এই নেতা।

পূর্ববর্তী নিবন্ধবিসিসিআই ও আইসিসিকে চিঠি দেবে বিসিবি
পরবর্তী নিবন্ধযশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা