হাটহাজারীতে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৯:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চৌধুরীহাটের একটি কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। চুরি হওয়া মোটরসাইকেল নাম্বার চট্টমেট্রোল ১৬১৮৩১।

বাইকের মালিক ব্যবসায়ী গাজী শফিউল আজম জানান, গতকাল দুপুরে জুমার নামাজের পর কমিউনিটি সেন্টারের ভেতরে পাকিংয়ে মোটরসাইকেলটি রেখে তিনি একটি দাওয়াতে যান। প্রায় দশ মিনিট পর বের হয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিষয়টি হাটহাজারী থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধডেবার পাড়ে পোশাক কর্মীর ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতির সুধী সমাবেশ আজ