হাটহাজারীত গত শুক্রবার মহাসমারোহে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক গৌতম বুদ্ধের জীবনের ত্রি স্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে উপজেলার আওতাধীন ১৪টি বৌদ্ধ বিহার/ মন্দির দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল, ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, জাতীয়, ধর্মীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাঃতরাশ, মঙ্গলশোভা যাত্রা, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, ভিক্ষু ও গৃহসংঘের মধ্যহ্নভোজ, বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক ধর্মীয় আলোচনা সভা, বৃদ্ধ কীর্তন, আলোকসজ্জা, প্রদীপ পূজা সমাজ, দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা। এই দিনের একই তিথিতে রাজপুত্র সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেন, বোধিজ্ঞান লাভ করেন এবং মহাপরিনির্বান লাভ করেন। বৌদ্ধ জাতির প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমাকে জাতিসংঘ আন্তর্জাতিক ভেসাব ডে ঘোষণা করা হয়েছে।