হাটহাজারীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাটহাজারীতে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। গত বুধবার বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের হাটহাজারী উপজেলা শাখা এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে।

হাটহাজারী পৌরসভার খেলোয়াড় সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. এম এ মালেক। সাধারণ সম্পাদক আসলাম মোর্শেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমূল, সমাজসেবক জসিম উদ্দিন বাবুল, শিক্ষক সৈয়দ নরুল আবছার।

সভাপতির বক্তব্যে এড. আবদুল মালেক সকলকে মানবাধিকার সমুন্নত রাখার জন্য অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন, ইয়াছিন সেলিম, আবদুল মান্নান দৌলত, সাংবাদিক মোহাম্মদ হোসেন, মো. আলাউদ্দীন, মো. পারভেজ, কে এম ইউসুফ। অন্যান্যদের মধ্যে ফারুক মিয়া, মো. ওসমান, মো. আলী আকবর, মো. আবুল কালাম, মো. মামুন, মাসুদ জিনানী, মো. মফিজ, মো. মহিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কলেজ সড়ক থেকে সকলের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটিতে সুইং মেশিন টেকনোলজি বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধমনে হয়েছে মাথায় বাজ পড়েছে, হাদিকে গুলির ঘটনায় সিইসি