হাটহাজারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা.সোহানিয়া আক্তার বিল্লাহসহ কনসালটেন্টবৃন্দ, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স,মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ‘কীভাবে কী হয়ে গেল!’, বিয়ের ২৮ দিনের মাথায় যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বোর্ড সভা