হাটহাজারীতে বিশেষায়িত হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ৫ শ শয্যার (বিশেষায়িত হাসপাতাল) হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নুরজাহান বেগম।

গতকাল শনিবার তিনি হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা বিল ও ১নং ওয়ার্ডের দেওয়াননগর এলাকার মিঠাছড়া এলাকার সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। উপদেষ্টা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়েও সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন।এসময় উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, উপদেষ্টার একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক

( স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তাপস কান্তি মজুমদার, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ,মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে এই স্থানে হাসপাতাল নির্মাণ হলে হাটহাজারী উপজেলাসহ পার্শ্ববর্তী দুই উপজেলার জনগণ সহ পুরো চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজ্ঞ মহল।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ বিএনপি নেতা ইদ্রিস মিয়াকে দেখতে গেলেন মীর হেলাল
পরবর্তী নিবন্ধসকল ধর্মের মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গড়তে চায় জামায়াতে ইসলামী