হাটহাজারীতে পৌরসদরস্থ ২ নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর সন্দীপ পাড়া এলাকায় নোয়া মিয়া সর্দারের বাড়ী থেকে ৬ফুট দৈর্ঘ্যের ইন্দো চাইনিজ রেড স্নেকস নামে একটি সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।
গতকাল মঙ্গলবার দুপুরে এসআরটিবিডি’র সহযোগিতায় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে সাপটি উদ্ধার করা হয়। এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে স্নেক রেসকিউ টিমের সহযোগিতায় পৌরসদরস্থ পশ্চিম দেওয়ান নগর এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের আওতায়ধীন পুকুরে অবমুক্ত করা হয়। এতে সহযোগিতা করেন এফজি মো. শাহিদুল আলম,অফিস সহকারী আশুতোষ দাশ,এফ জি মিলন, এসআরটিবিডির সদস্য রেজাউল করিম।