হাটহাজারীতে বিরল গন্ধ বিড়াল উদ্ধার ও অবমুক্ত

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ৬:৫১ অপরাহ্ণ

হাটহাজারীতে বিরল প্রজাতির প্রাণী গন্ধ বিড়াল উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) উপজেলা রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরীর নেতৃত্বে আমান বাজার এলাকায় কদল খাঁন বাড়ির ইসলামিয়া সুন্নিয়া জামিয়া মসজিদের পাশের কবরস্থান থেকে গন্ধ বিড়ালটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, বিরল প্রজাতির প্রাণী গন্ধ বিড়ালটিকে দীর্ঘদিন ধরে উপজেলার আমান বাজার এলাকার কদল খাঁন বাড়ির ইসলামিয়া সুন্নিয়া জামিয়া মসজিদের পাশে কবরস্থানে মাঝে মাঝে দেখা যায়।

আজ শুক্রবার জুমার নামাজ আদায় করার পর মুসল্লিরা গন্ধ বিড়ালটি লোকালয়ে দেখতে পেলে আতঙ্কিত হয়ে পড়ে।

স্থানীয় এক রাজনৈতিক নেতা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে, উপজেলা প্রশাসন বনবিভাগকে জানায়। পরে বনবিভাগ গিয়ে উদ্ধার করে মসজিদের ইমাম ও স্থানীয়দের অনুরোধে কবরস্থানের এলাকায় গন্ধ বিড়ালটি ছেড়ে দেয়।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, ইউএনও স্যারের নির্দেশনায় বন্যপ্রাণী বিভাগে কর্মকর্তা সহ আমরা ঘটনাস্থলে গিয়ে গন্ধ বিড়ালটি উদ্ধার করি। পরে এলাকার মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যাক্তিবর্গদের অনুরোধে সেটিকে স্থানীয় কবরস্থানে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ঝর্ণার পানিতে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ১৪ মামলায় সাড়ে ৪৪ হাজার টাকা জরিমানা