হাটহাজারীতে বেচাকেনার সময় একটি বিপন্ন প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে বনবিভাগ। র্যাব-৭ হাটহাজারী সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে রাবার বাগান গিরিছায়া নামক এলাকা থেকে এ তক্ষকটি উদ্ধার করা হয়।
বনবিভাগের সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার র্যাব-৭’র একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জড়িতদের আটক করে তক্ষকটি উদ্ধার করে হাটহাজারী বন বিভাগে হস্তান্তর করে।