হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মান্নান (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। সে শিকারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাথুয়া গ্রামের আবদুস সত্তারের পুত্র। ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম জানান, মান্নান গত মঙ্গলবার বিকালে গাছের ডাল কাটতে গিয়ে অসতর্ক বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। এই দিন দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে এক পুত্র সন্তানের জনক।












