হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ড্রাম ট্রাক দিয়ে বালু নিয়ে পালানোর সময় বৈদ্যুতিক লাইনে স্পর্শ হয়ে আমির হোসেন (৪৭) নামে ড্রাম ট্রাকের চালক নিহত হয়। গত বুধবার দিবাগত রাতে হাটহাজারীনাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেন ফতেয়াবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সে নুরুল ইসলামের পুত্র।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় একটি ড্রাম ট্রাক বালু নিয়ে পালানোর সময় ৩৩ কে.ভি বৈদ্যুতিক লাইনে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় চালক আমির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইহাবুল আলম তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ড্রাম ট্রাক করে বালু নিয়ে পালানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ড্রাইভিং সিটে আটকা পরে চালক আমির হোসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জনকল্যাণ সংঘের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআন্দোলন জোরদারে তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে