হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন কর্মীর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. শহীদুল ইসলাম (২৪) নামের এক ডেকোরেশন কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহীদুল পৌরসভার ৮ নং ওয়ার্ডের মিরেরখীল এলাকার বৈদ্দ্যের বাড়ির মো. শফির পুত্র। জানা যায়, ঘটনারদিন সন্ধ্যার দিকে শহীদুল ইসলাম আলীপুর গ্রাম এলাকায় ডেকোরেশনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এরপর আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

হাটহাজারী থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তাদের এখনো পর্যন্ত কেউ জানায়নি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ