হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. নুরুল আবছার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার হাটহাজারী পৌরসভার একটি নবনির্মিত ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবছার পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগরস্থ খেরু পাড়া এলাকার আবদুল লতিফের পুত্র।

হাটহাজারী সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আলী আযম জানান, হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কর্মচারী নুরুল আবছার চাকরির পাশাপাশি হাটহাজারী বাজারে একটি ওয়েন্ডিংয়ের দোকানের ব্যবসা করতেন। তার দোকানের কর্মচারীরা ঘটনার দিন একটি নব নির্মিত ভবনে কাজ করতে যায়। তিনি সেখানে কাজের তদারকি করতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিলো। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, এ ধরনের কোনো খবর এখনো পাইনি, তবে আমি খবর নিয়ে দেখছি।

পূর্ববর্তী নিবন্ধএতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধসিবিইউএফটিতে এডমিশন ফেয়ার ২৮ মে শুরু