হাটহাজারীতে বিএনসিসি’র বর্ণাঢ্য বিজয় দিবস র‍্যালি অনুষ্ঠিত

| বুধবার , ১৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি কর্তৃক যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে।

দেশের ৫৫তম মহান বিজয় দিবস আরও মহিমান্বিত ও আকর্ষনীয় করতে বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি এর দিক নির্দেশনায় দেশের ৬৪টি জেলায় এবং বিভিন্ন উপজেলায় বিএনসিসি’র বাদক দল এবং ক্যাডেটদের সমন্বয়ে র‍্যালির আয়োজন করা হয়।

এরই অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলি রেজিমেন্ট চট্টগ্রাম এর ১১বিএনসিসি ব্যাটালিয়নের আওতাধীন হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সার্বিক তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য বিজয় দিবস র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালির নেতৃত্ব দেন কর্ণফুলি রেজিমেন্টের ১১ বিএনসিসি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ২/লে. মো. আবু তালেব।

র‍্যালিতে হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ, উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক আবু মুছা মোহাম্মদ মামুন, কলেজ রোভার স্কাউট গ্রুপ সম্পাদক আরএসএল মো. সাইফুদ্দিন চৌধুরী, কলেজ শিক্ষক পরিষদ যুগ্ন সম্পাদক মো. ছালেহ্ নুর, বিএনসিসি প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল মিজানুর রহমানসহ অর্ধ শতাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন।

এর আগে সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের একটি কনটিনজেন্ট অংশ নেন। এতে কন্টিনজেন্ট কমান্ডার উক্ত প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট ইমতিয়াজ।

পূর্ববর্তী নিবন্ধবিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই-সিইউজে
পরবর্তী নিবন্ধনিখোঁজের ৯ দিন পর ইছামতী খাল থেকে বৃদ্ধ আবু সৈয়দের লাশ উদ্ধার