হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত টেক্সির সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে একজনের। জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় হাটহাজারী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন চট্টগ্রাম–নাজিরহাট সড়কে বাস ও টেক্সির সংঘর্ষে ডাচ্ বাংলা ব্যাংক ইপিজেড শাখার কর্মকর্তা কামরুল ইবনে হাসান (৩৯) ও ইমাম হোসেন ভুট্টু (৪০) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। এছাড়া পৌরসভার মিরেরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মোরশেদুল আলম (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের উপর চট্টগ্রামমুখী টেক্সির সাথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টেক্সিটি দুমড়ে মুচড়ে যায়। এতে টেক্সির যাত্রী ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার এলাকার চাড়ালিয়াহাটস্থ বড় বাড়ির মোহাম্মদ হাসান মাস্টারের পুত্র কামরুল ইসলাম হাসান ঘটনাস্থলে মারা যান। এ সময় গুরুতর আহত হন একই উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং মোল্লা বাড়ির সিরাজুল ইসলামের পুত্র ইমাম হোসেন ভুট্টুসহ দুইজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভুট্টুর মৃত্যু হয়। অপর যাত্রী চমেক হাসপাতালে চিকিৎসারত আছেন।
রাউজান–গহিরা হাইওয়ে পুলিশের ওসি আসাদ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল সকালে হাটহাজারী পৌরসভার মিরেরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুর মিস্ত্রি বাড়ির মাহাবুল আলমের পুত্র প্লাম্বার মিস্ত্রী মো. মোরশেদ আলমের (২৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।