হাটহাজারীতে বাসি দই বিক্রি করায় জরিমানা

হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৭:০৬ অপরাহ্ণ

হাটহাজারীতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে আজ বুধবার (২৮ এপ্রিল)। উপজেলার সরকারহাট বাজার ও কাটিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ জানান, পবিত্র রমজান উপলক্ষে আজ সরকারহাট বাজারে অভিযান পরিচালনার সময় আল মদিনা স্টোরে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা এবং কাটিরহাট বাজারে খাজা বেকারি এন্ড সুইটসে খাওয়ার অযোগ্য মেয়াদোত্তীর্ণ পচা-বাসি দই প্রতি কেজি ২শ’ ৫০ টাকা দরে বিক্রি করার দায়ে ১ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় এক দিনে মৃত্যু ৭৭
পরবর্তী নিবন্ধজামিনে ছাড়া পেলেন হাজি সেলিমের ছেলে ইরফান