হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
নিহত দুজন হলেন— ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ বড়ুয়া (৪৫) ও রিকশাচালক আবদুল কাদের (৫০)। নিকাশ বড়ুয়া হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বাসিন্দার আর আবদুল কাদের নাজিরহাটের একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ কর্মকর্তা ওমর ফারুক বলেন, ভোর সাড়ে ৬টার দিকে রিকশা নিয়ে নাজিরহাট থেকে মাছ নিয়ে সরকারহাটের দিকে যাচ্ছিলেন তারা। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দুই জনই গরিব মানুষ। একজন মাছ বিক্রি করে সংসার চালাত, অন্যজন রিকশা চালিয়ে সংসার চালাত। তিনি বলেন, বাসটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। বাসের চালককে আইনের আওতায় আনা হবে।
হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান আজাদীকে বলেন, বাসটি রিকশাটিকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি খুঁটিতে আঘাত করে। বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।