হাটহাজারীতে বাবাকে দা দিয়ে কোপাল ছেলে

আজাদী অনলাইন | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৯:৩৮ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার নতুন পাড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে গুরুতর আহত করেছে ছেলে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) মৌলভি আকমলের বাড়িতে এ ঘটনা ঘটে। ছেলে মো. শফিউল কোপায় বাবা মো.কামালকে (৮০)। আহত মো.কামাল একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। বাংলানিউজ
কামালের নাতি জয়নাল আবেদিন জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলে মো. শফিউলের সঙ্গে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে দাদার সঙ্গে। গত বছর ঈদের সময় একবার দাদাকে মারধর করা হয়েছিল। তখন সামাজিকভাবে মো. শফিউলের বিচার হয়েছিল। আজ ইফতারের সময় দাদার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে শফিউল।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দা দিয়ে কোপানো একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পূর্ববর্তী নিবন্ধঅন্যের মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে আহত হওয়ার ১ সপ্তাহ পর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাবাকে রাজাকার বলার প্রতিবাদ করায় ছুরিকাহত