হাটহাজারীতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান হাবিব (২৪) নামের এ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত প্রায় সাড়ে এগারটার দিকে হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকার হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়ার আ. মোনাত কালু সওদাগর ও শাহেদা আক্তার দম্পতির একমাত্র পুত্র। তবে হাবিব পরিবারসহ বাস স্টেশনের পশ্চিম পাশে করা হাবিব ম্যানসন নামক নতুন বাড়িতে বসবাস করে আসছিলেন।

জানা যায়, শুক্রবার রাতে বাইক নিয়ে আসার সময় উল্লেখিত স্থানে হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় হাবিব। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত হাবিবকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। পরে নাজিরহাট হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ওই এলাকাটি রাউজান গহিরা হাইওয়ে থানার অধীনে। এ ব্যাপারে আমাদের হাতে কোনো তথ্য নেই।

পরে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও ভিকটিমের সাথে থাকা কেউ কোনো তথ্য না দিয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে আজ শনিবার বেলা এগারটার দিকে শায়েস্তা খাঁ পাড়াস্থ ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক