হাটহাজারীতে বন বিভাগের সাইকেল বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৫০ পূর্বাহ্ণ

 

হাটহাজারীতে টেকসই বন ও জীবিকা (সফল) প্রকল্পের সহযোগিতামুলক বন ব্যবস্থাপনা কার্যক্রমের বন সংরক্ষণ গ্রামের সুবিধাভাগীদের চেক ও সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় বন বিভাগের কার্যালয় চত্বরে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, মো. জয়নাল আবেদীন, রেঞ্জ কর্মকর্তা মো. মোস্তফা আল হোসাইন, রাজিব উদ্দীন ইব্রাহিম প্রমুখ। সভা শেষে ৬১জন সুবিধাভোগীদের মাঝে ১লক্ষ ৩৭হাজার ২শত টাকা ও ৪টি সাইকেল বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসরকারের ব্যর্থতায় মানুষ জেগে উঠেছে
পরবর্তী নিবন্ধফিশারীঘাট আধুনিক মৎস্য বাজার পরিদর্শনে ডিসি