হাটহাজারীতে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি হ্যান্ড ড্রিল মেশিন জব্দ করেছে বন বিভাগ। গত রোববার দিবাগত রাতে উপজেলা রেঞ্জের আওতাধীন মন্দাকিনী বিটের উদালিয়ার মৌজার বড়বিল টুনাইয়ের ডেবা নামক পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, মন্দাকিনী বিটের ফরেস্টার সায়েম শাহরিয়ার, বন প্রহরী সাইফুল ইসলাম ও স্থানীয় লোকজনসহ অজ্ঞাত এক আসামিকে ধরতে অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক (৫ ফুট ১ ইঞ্চি) এবং একটি হ্যান্ড ড্রিল মেশিন (১১ ইঞ্চি) জব্দ করা হয়। রেঞ্জার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত এসব আলামত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে সংশ্লিষ্ট থানা হেফাজতে জমা দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।