হাটহাজারীতে বন্যায় ১৪৭ কোটি টাকার বেশি ক্ষতি

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৭ কোটি টাকা ছাড়াল। সরকারের বিভিন্ন দপ্তরের দেয়া প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বন্যায় বাড়িঘর, গবাদিপশু, শস্যক্ষেত, বিদ্যুৎ লাইন, মোবাইল টাওয়ার, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজকালভার্ট, বনায়ন ও নার্সারি, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও মৎস্য সহ বিভিন্ন খাতের ক্ষতি হয়েছে।

জানা যায়, হাটহাজারী উপজেলার আওতাধীন ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে বন্যায় অন্তত ১৬৫০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ২১ কোটি ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বন্যার ফলে উপজেলার প্রায় প্রতিটা ইউনিয়নের সড়ক ভেঙে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যে পাকা সড়ক নষ্ট হয়েছে ১০৩.৬৫ কিলোমিটার। ইট খোয়া নির্মিত ৮০.৪২ কিলোমিটার এবং কাঁচা সড়ক ৮৭.৫৩ কিলোমিটার। এতে ক্ষতি হয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার টাকা। উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে বলেন, ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।

কৃষি অফিসের তথ্য মতে, ১৬৫৯ হেক্টর আউশ, আমন বীজতলা, রোপা আমন ও শাকসবজি বন্যায় পানিতে তলিয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ ২৪ কোটি ৬২ লাখ ১৩ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে পোল্ট্রি ফার্মও।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ বলেন, পৌরসভা ও উপজেলার ইউনিয়ন এবং বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে ১৪৭ কোটি ৫৯ লাখ ৭৩১০০ টাকার একটি সম্ভাব্য ক্ষয়ক্ষতির তালিকা পাওয়া গেছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান গতকাল গণমাধ্যমকে জানান, ক্ষয়ক্ষতির তালিকা পেয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে এ তালিকা পাঠানো হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সবাই সমন্বয় করে ক্ষতি সারাতে কাজ শুরু করবেন।

পূর্ববর্তী নিবন্ধইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে
পরবর্তী নিবন্ধএক শ্রেণির ব্যবসায়ী বাইন মাছের মতো পিছলে যায়, তবে এখন ধরা সম্ভব হবে