হাটহাজারীতে বন্ধুর জন্য বন্ধুর মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে এক বন্ধুর মৃত্যুর খবর সইতে না পেরে মৃত্যুবরণ করেছে আরেক বন্ধু। একই বাড়ীর দুই যুবকের আকস্মিক মৃত্যুতে দুই পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, পৌরসদরের ৩নং ওয়ার্ডের আজিম পাড়া সাহাব্বীর বাপের বাড়ীর মৃত মুছা সওদাগরের বড় ছেলে মোহাম্মদ আরাফাত (২৮) আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

আরাফাতের মারা যাওয়ার খবর শুনে একই বাড়ির বাল্যবন্ধু মোহাম্মদ আজম (২৭) সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়। এ সময় পরিবারের লোকজন দ্রুত আজমকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তারের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আজম একই বাড়ির মোহাম্মদ নুরুল ইসলামের (বাঘ) পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন আজিম পাড়া এলাকার গ্রাম মাতব্বর ও আজিম পাড়া বাইতুল আজিম জামে মসজিদের সাধারণ সম্পাদক আইয়ুব খান লিটন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে কেএনএফ-সেনাবাহিনী গোলাগুলি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় খেলাচ্ছলে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু