হাটহাজারীতে বনবিড়াল উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। গত মঙ্গলবার দিবাগতরাতে উপজেলার মার্দাসা ইউনিয়নের আকবরীয়া স্কুল এলাকা থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে প্রাণীটি উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও ডাবলু এসআরটিবিডি সহযোগিতায় সাড়ে ৩ ফুট দৈর্ঘ্যের এবং সাড়ে ৩ কেজি ওজনের বনবিড়ালটি উদ্ধার করা হয়। বুধবার সকালে বন বিভাগের আওতায়ধীন এলাকায় অবমুক্ত করা হয়। এসময় অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মো. শাহজালাল মিয়া এফজি মিলন মন্ডল সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধএকাদশে ভর্তি : শেষ ভরসা মানসম্পন্ন বেসরকারী কলেজ
পরবর্তী নিবন্ধউৎপাদন বৃদ্ধি ছাড়া উন্নত দেশ বিনির্মাণ সম্ভব নয়