হাটহাজারী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ৩ টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে অবতীর্ণ হবে চট্টগ্রাম ফুটবল একাডেমি ফতেয়াবাদ ও হাটহাজারী খেলোয়াড় সমিতি ফুটবল একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।