হাটহাজারী উপজেলা প্রসাশনের আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনূর্ধ্ব–১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের হাটহাজারী উপজেলা পর্যায়ের ১ম সেমিফাইনাল খেলা গতকাল হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে ১–১ গোলে অমিমাংসিত থাকলে টাইব্রেকারে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৪–২ গোলে হাটহাজারী সমিতি ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের গোলকিপার ওয়ালতন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান করেন হাটহজারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার ক্রীড়া সংস্থার সভাপতি মো. শাহিদুল আলম। এসময় আরো আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর, সংস্থার নির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন ফোরকান, মো. রাশেদ, সিরাজ মেহেদী, হাটহাজারী খেলোয়াড় সমিতি সভাপতি মো. সোহেল রানা, সাবেক সভাপতি সেলিম চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক মো. রুবেল, ইছাপুর খেলোয়াড় সমিতি সভাপতি মো. মঞ্জু, উজ্জীবন ক্লাবের সভাপতি মো. ফরিদ, স্পোর্টস্ ক্লাবের সেক্রেটারি হোসেন মেহেদীসহ আবদুর রহিম, আবুল বশর, রেফারি সাইফুল ইসলাম, মুন্না, বাসিকসহ প্রমুখ।