হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব–১৭ হাটহাজারী উপজেলা পর্যায়ের খেলা হাটহাজারী পাবর্তী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফরের সঞ্চালনায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু রায়হান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম নিয়াজ মোর্শেদ, মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ছিপতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন, বুড়িশ্চর ইউপি চেয়ারম্যান মু.জাহেদ হোসেন, উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান মো. শাহেদুল আলম সহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী খেলায় মির্জাপুর ইউনিয়নের চারিয়া খেলোয়াড় সমিতি ১–০ গোলে চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ খেলোয়াড় সমিতিকে পরাজিত করে ২য় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে। আজকের খেলায় অংশ নেবে হাটহাজারী স্পোর্টস ক্লাব ফুটবল একাডেমি বনাম মির্জাপুর ফুটবল একাডেমি। টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়ন থেকে ১৪ টি দল অংশগ্রহণ করে।